চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নির্মাণ বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে , তিব্বতী জনগণের আবাসণ অবস্থা এবং তার গুণগত মানেরও অনেক উন্নতি হয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে তিব্বতে শহরবাসীদের আবাসিক ক্ষেত্রের গড় আয়তন ২৫.৫ বর্গমিটারে পৌঁছেছে এবং কৃষি ও পশু পালকদের আবাসিক ক্ষেত্রের গড় আয়তন ৩৬.৪ বর্গমিটারে দাড়িয়েছে ।
তিব্বতের কৃষি ও পশু পালকদের বসবাসের সমস্যা সমাধানের জন্য ২০০৬ সাল থেকে তিব্বতে বিশেষ প্রকল্প চালু হয়েছে । দু'বছরের মধ্যে মোট ৫ লাখ ৭০ হাজার কৃষি ও পশু পালকদেরকে নিরপদ ও কার্যকর বসবাস ব্যবস্থা করা হয়েছে । চলতি বছরে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ৫২ হাজার কৃষি ও পশু পালকদের আবাসণ সমস্যা সমাধানের প্রকল্প চালু করবে । (শুয়েই ফেই ফেই)
|