এ পর্যন্ত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরের আইন প্রয়োগকারী বিভাগের উদ্যোগে লাসা সহিংস ঘটনার সঙ্গে জড়িত ৩০জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে । ২৭ মার্চ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থায়ী ভাইস চেয়ারম্যান পাদমা সিনলে দেশী-বিদেশী সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন ।
জানা গেছে , এ সব সন্দেহভাজন লুটপাট , ভাংচুর ও অগ্নিসংযোগসহ যে নৈরাজ্য চালিয়েছে , তা গুরুতরভাবে দেশের নিরাপত্তা নস্যাত্ করেছে ।
তিনি বলেন , বর্তমানে লাসার সহিংস ঘটনার সঙ্গে জড়িত যে ৪১৪জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে , তাদের মধ্যে বেশির ভাগ তিব্বতী । কিছু হান জাতির নাগরিকও রয়েছে । এখন পর্যন্ত এবারের সহিংস ঘটনার সঙ্গে জড়িত প্রায় ৩ শো লোক সরকারের কাছে ক্ষমা আবেদন জানিয়েছে । তাদের মধ্যে ১১১জন মুক্তি পেয়েছে । (থান ইয়াও খাং)
|