তিব্বতে ধর্মীয় স্বাধীনতার নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে । চীনের তিব্বতী বৌদ্ধ ধর্ম ইনস্টিটিউটের ডেপুটি মহাপরিচালক নাগসাং ছামপা নাওয়াং সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান দিন দিন উন্নত হওয়ার পাশাপাশি এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার বিকাশের সঙ্গে সঙ্গে ধর্মাবলম্বীরাও সচ্ছল হয়েছে । তারা ধর্মীয় ক্রিয়াকর্মে নিয়োজিত থাকার জন্য আরো সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা কাজে লাগাচ্ছে । সরকার তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করার পাশাপাশি তিব্বতের ভাষা , সংস্কৃতি , আচার ও ধর্ম বিশ্বাসের স্বাধীনতার প্রতি মর্যাদা প্রদর্শন করে আসছে। তিব্বতে ধর্মীয় স্বাধীনতার নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে ।
তিনি বলেন , কেন্দ্রীয় সরকার তিব্বতের মন্দিরগুলোর মেরামত ও সংস্কারের ক্ষেত্রে বড় অংকের অর্থ বরাদ্দ করেছে , তিব্বতী বৌদ্ধ ধর্ম শাস্ত্র রক্ষা ও সংস্কারের ব্যবস্থা নিয়েছে এবং ভিক্ষুদের জীবনযাপনকে সামাজিক বীমা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে । (থান ইয়াও খাং)
|