২৮ মার্চ চায়না মোবাইল কমিউনিকেশনস করপোরেশন সূত্রে জানা গেছে, তারা বিশ্বের ৩৫৪টি গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিদেশে পেইচিং অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তরের জন্য ভালো টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।
জানা গেছে, এই করপোরেশন মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদেরকে স্থানীয় দূতাবাসের টেলিফোন নম্বর, মোবাইল ফোন চার্জ, অন্যান্য সুযোগ সুবিধার বিষয় এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ঘটনাসহ বিভিন্ন তথ্য যোগাচ্ছে এবং শিখা অনির্বান হস্তান্তর প্রতিনিধি দলের জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সেবা যোগাচ্ছে। পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা চীনের সঙ্গে ভিন্ন বলে চায়না মোবাইল শিখা অনির্বান হস্তান্তর দলের সদস্যদেরকে ফোন পরিবর্তনের সেবাও যোগাবে, যাতে সদস্যরা অবিলম্বে স্থানীয় মোবাইলফোন ব্যবহার করতে পারেন। (লিলি)
|