২৮ মার্চ চীনের জাতীয় সিন হুয়া বার্তা সংস্থার এক নিবন্ধে বলা হয়েছে, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের প্রায় ৫০ বছর ধরে তিব্বতের বৃহত্তর জনগোষ্ঠীর বেঁচে থাকার অধিকার ও উন্নয়নের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। ইতিহাস ঘাটলে জানা যায়, শান্তিপূর্ণ মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার আগে তিব্বতে সামন্ততান্ত্রিক ভূমিদাস প্রথা চালু ছিল। ভূমিদাসদের জীবন ছিল সমাজের সর্ব নিম্ন স্তরের। তাদের মানবাধিকার পরিস্থিতি খুব খারাপ ছিল। শান্তিপূর্ণ মুক্তি ও গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার পর দালাই-এর শাসনে সামন্ততান্ত্রিক ভূমিদাস প্রথা বাতিল করা হয়। সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকার স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে তিব্বতের জনগণ সমানভাবে দেশ পরিচালানায় অংশ নেয়া এবং স্বাধীনভাবে যার যার অঞ্চল ও জাতি পরিচালনার স্বশাসন অধিকার অর্জন করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সাহায্যে তিব্বতের অর্থনীতি ও সমাজ দ্রুত উন্নত হচ্ছে। বর্তমান তিব্বতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দ্রুততার যুগে প্রবেশ করেছে। অর্থনীতির বৃদ্ধির গতি একটানা অনেক বছর ধরে দেশের গড় মান ছাড়িয়ে গেছে।
নিবন্ধে আরো বলা হয়, তিব্বতের প্রায় ৫০ বছরের ইতিহাস বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে, চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক পথ বজায় রাখলে এবং সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকার স্বায়ত্তশাসন ব্যবস্থা বাস্তবায়ন করলে তিব্বতের ভবিষ্যত আরো ভালো হবে। (লিলি)
|