২৭ মার্চ গ্রীসে পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের শিখা অনির্বানের চতুর্থ দিনের হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে পেইচিং অলিম্পিক গেমসের শিখা অনির্বান গ্রীসের উত্তরাঞ্চলের ভেরিয়া শহর থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যায়। যথাক্রমে নউসা, স্কিদ্রা এবং এদেসাসহ ৭টি শহরের ভেতর দিয়ে যাওয়ার পর অবশেষে রাত ১৯টা ২৪ মিনিটে থেসালোনিকি শহরে পৌঁছে। শিখা অনির্বান সেখানে রাত কাটাবে।
থেসালোনিকি হচ্ছে গ্রীসের উত্তরাঞ্চলের প্রথম বন্দর, দেশের দ্বিতীয় শহর। শিখা অনির্বানকে স্বাগত জানাতে সেখানে বড় ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ মার্চ এথেন্সে পৌঁছানোর পর সেখানে হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গ্রীস থেকে শিখা অনির্বান পেইচিং-এর হাতে তুলে দেওয়া হবে। (লিলি)
|