২৮ মার্চ চীনের জাতীয় সিন হুয়া বার্তা সংস্থার একটি নিবন্ধে বলা হয়েছে, দালাই চক্রের "মধ্যপন্থী পথের" আসল লক্ষ্য হলো "তিব্বতের স্বাধীনতা"।
নিবন্ধে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙনে দালাই চক্রের প্রচারিত "মধ্যপন্থী পথের" প্রধান বিষয় হলো চীনের আইনবিধির কাঠামোয় তিব্বত এবং অন্যান্য তিব্বতী অঞ্চলের ওপর উচ্চপর্যায়ের স্বশাসন ও সত্যিকার স্বশাসন বাস্তবায়ন করা। কিন্তু কিছু বিচার বিশ্লেষণের পর পরিষ্কার হয়ে গেছে যে, দালাই চক্রের "মধ্যপন্থী পথের" বিষয়বস্তু তিব্বতের স্বাধীনতার শামিল। এর অর্থ হলো চীন থেকে তিব্বতকে বিভক্ত করা।
নিবন্ধে আরো বলা হয়, দালাই চক্রের জন্য তিব্বতের স্বাধীনতা অর্জন অসম্ভব এবং কোনো মধ্যপন্থী পথও নেই। মাত্র একটিই উজ্জ্বল পথ হলো তিব্বতের স্বাধীনতার দাবি ত্যাগ করা এবং চীন বিভক্ত করার অপপ্রয়াস বন্ধ করা। (লিলি)
|