সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিরা চীনের রাষ্ট্রীয় ঐক্য ধরে রাখার জন্য গৃহীত ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করেছেন ।
পাকিস্তানের নতুন পার্লামেন্টের স্পীকার ফাহমিদা মির্জা ২৭ মার্চ চীন সরকার ও জনগণের রাষ্ট্রীয় ঐক্য ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য নেয়া ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছেন । তিনি বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদ সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তিব্বত ও তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রয়াস পাশ্চাত্য পন্থীদের পেইচিং অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণের অপচেষ্টার বিরোধিতা করেছে ।
থাইল্যান্ডের চীনা ভাষার পত্রিকা 'এশিয়া নিউস টাইমের ' উপ-মহাপরিচালক ও প্রধান সম্পাদক ছিয়ান ফেং বলেন, কয়েকটি পাশ্চাত্য দেশের সংবাদমাধ্যমের তিব্বতের মারপিট , ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বানোয়াট রিপোর্ট থেকে এ কথা পরিষ্কার যে, এসব সংবাদমাধ্যম পেশাগত নীতি মেনে চলে না ।
চীন আন্তর্জাতিক বেতারের জার্মানীর শ্রোতাবন্ধু ও নেটিজেন সম্প্রতি ইমেইল ও ইন্টারনেট ম্যাসেজের মাধ্যমে কয়েকটি পাশ্চাত্য সংবাদমাধ্যমের তিব্বতের সহিংস ঘটনার বানোয়াট রিপোর্টের নিন্দা করেছেন । জার্মানীর শ্রোতাবন্ধু হেলমুট মাট তাঁর চিঠিতে বলেন, তিব্বতের সহিংস ঘটনা হলো সংখ্যালঘু লোকজনের পেইচিং অলিম্পিক গেমসকে জিম্মি করার অপপ্রয়াস । তিনি আশা করেন, জার্মানীর সংবাদমাধ্যম তিব্বতের সহিংস ঘটনার বস্তুনিষ্ট রিপোর্টকরবে ।
জার্মানীর একটি পত্রিকা সম্প্রতি 'মানবাধিকারের সঙ্গে সম্পর্ক নেই'শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছে । নিবন্ধে তিব্বতের গত ৫০ বছরের ইতিহাস ও পরিচয় তুলে ধরে দালাই চক্রের বিচ্ছিন্নতাবাদী এবং চীনের বিরোধীতাকারীদেরকে দাসত্ব করার সত্য কাহিনী প্রকাশ করেছে । এছাড়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, কাতার এবং বসনিয়া হারজেগোভিনার ক্রীড়া ও রাজনৈতিক মহলের ব্যক্তিরা পেইচিং অলিম্পিক গেমস বয়কটের বিরোধিতা করেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|