২৬ মার্চ পেইচিং অলিম্পিক পবিত্র অগ্নি শিখা অনির্বান হস্তান্তরের তৃতীয় দিন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টায় অলিম্পিক মশাল মধ্য গ্রিসের জানিনা থেকে উত্তর-পুর্ব দিকে মেতসোভো, গ্রেভেনা এবং কোজানি শহর হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ভেরিয়ায় পৌঁছেছে। এর মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে মেতসোভো পাহাড়াঞ্চলের উচ্চতা প্রায় ১ হাজার ২'শ মিটার। "সুখী মেঘ" উঁচুতে মশাল বহন ও নিম্ন তাপমাত্রার পরীক্ষা পার হয়ে সাফল্যের সঙ্গে তৃতীয় দিনে শিখা হস্তান্তর শেষ হয়েছে।
শিখা অনির্বান হস্তান্তর যাত্রা চলাকালে স্থানীয় নাগরিকদের আন্তরিক অভ্যর্থনা পেয়েছে। তারা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে বিশেষ রীতিতে অলিম্পিক মশালকে অভিনন্দন জানিয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|