দালাই চক্রের তিব্বত সংস্কৃতির তথাকথিত বিলুপ্তি তত্ত্বের কোনো ভিত্তি নেই । ২৬ মার্চ প্রকাশিত সিনহুয়া বার্তা সংস্থার একটি ভাষ্যে এ কথা জানানো হয়েছে ।
ভাষ্যে বলা হয়েছে , তিব্বতে গণতান্ত্রিক সংস্কার চালু হওয়ার আগে তিব্বতের মোট জনসংখ্যার ৯৫ শতাংশকে ভূমি দাসের মৌলিক অধিকারটুকুও নিশ্চিত ছিল না । তাদের সাংস্কৃতিক অধিকার তো আরো দূরের কথা । গণতান্ত্রিক সংস্কার প্রবর্তিত হওয়ার পরবর্তী ৫০ বছরে তিব্বতের ঐতিহ্যবাহী সংস্কৃতি নতুন বিকাশ লাভ করেছে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান জীবিত বৌদ্ধ লাদা আয়ানতেনচেন বলেন , গত ৫০ বছরে তিব্বতে ব্যাপক পরিবর্তন হয়েছে । জনগণের জীবনযাত্রার মানের ব্যাপকভাবে উন্নত হয়েছে । বিদেশে দালাই লামা চক্র তিব্বত সংস্কৃতির তথাকথিত বিলুপ্তি সংক্রান্ত যে অসার উক্তি প্রচার করেছে , তার কোনো ভিত্তি নেই ।
তিব্বত বিষয়ক কিছু বিশেষজ্ঞ মনে করেন , দালাই চক্র সংস্কৃতির তথাকথিত বিলুপ্তি সংক্রান্ত যে অপপ্রচার চালাচ্ছে , মাতৃভূমিকে বিভক্ত করার অপচেষ্টা । (থান ইয়াও খাং)
|