২৬ মার্চ ছিল গ্রীসে পেইচিং অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তরের তৃতীয় দিন। এদিন অলিম্পিক শিখা অনির্বান গ্রীসের গ্রেভিনা শহরের ভেতর দিয়ে যায়। গ্রেভিনার গভর্ণর জর্জ নুতসোস শিখা অনির্বান হস্তান্তর স্থলে বলেন, তিনি বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস অলিম্পিকের চেতনা ছড়িয়ে দিতে পারবে।
পেইচিং অলিম্পিক গেমসের শিখা অনির্বান স্থানীয় সময় সকাল ৯টায় জানিনা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে গ্রেভেনায় পৌঁছে। এটি হচ্ছে ২০০৪ সালের পর অলিম্পিক গেমসের শিখা অনির্বান দ্বিতীয় বারের মতো ২০ হাজার লোকসম্পন্ন শহরে ভেতর দেওয়া।
নুটসোস সংবাদদাতাদেরকে আরো বলেন, অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তরের মধ্য দিয়ে চীন এবং গ্রীস উভয়ের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে । শিখা অনির্বান মানুষের কাছে শান্তির প্রত্যয় পৌঁছে দিয়েছে। শান্তি শুধু ভবিষ্যতের কয়েক দিনের ব্যাপার নয়, বরং দীর্ঘকালীন ব্যাপার।
অলিম্পিক গেমসের শিখা অনির্বানকে স্বাগত জানানোর জন্য গ্রেভেনা শহরের সরকার উদ্যোগে শহরের কেন্দ্রে হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীসহ কয়েক'শ লোক অনুষ্ঠানে অংশ নেন। (লিলি)
|