২৬ মার্চ সকালে উজ্জ্বল সূর্যালোক তিব্বতের লাসার পোতালা ভবনের ওপর আবার সোনালী রঙের আলো ছড়িয়েছে। ১৪ মার্চ মারধোর, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহিংস ঘটনার কারণে বন্ধ হওয়া পোতালা ভবনের দরজা আবার খুলে দেয়া হয়েছে।
জানা গেছে, পোতালা ভবন ২৬ মার্চ প্রায় ১০০ জন অতিথিকে অভ্যর্থনা জানিয়েছে। এর মধ্যে পর্যটক ছিলেন ২৪ জন, বাকিরা স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনসাধারণ।
পোতালা ভবন লাসার উত্তর-পশ্চিম উপকন্ঠের প্রায় দু'হাজার মিটার দূরে একটি ছোট পাহাড়ে অবস্থিত। পোতালা ভবনের ইতিহাস ১৩০০ বছরের। এটা হচ্ছে চীনের বিখ্যাত প্রাচীন স্থাপত্য এবং চীনের গুরুত্বপূর্ণ পুরার্কীর্তি সংরক্ষণ ইউনিট। (ইয়ু কুয়াং ইউয়ে)
|