সম্প্রতি লাসা ও অন্যান্য কয়েকটি তিব্বতী এলাকায় যে সহিংস ঘটনা ঘটেছে তা ধর্মীয় সমস্যা নয় । এটা দালাই চক্রের ধর্মের অজুহাতে মাতৃভূমির ঐক্য ও জাতীয় সংহতি নস্যাত্ করার অপচেষ্টা । তিব্বতের পন্ডিত সোনাম দোজি ২৬ মার্চ সিআরআই-এর সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন ।
তিনি বলেন , ৬২ বছর বয়স্ক সোনাম দোজি তিব্বতের পুরানো সামন্ততান্ত্রিক ভূমিদাস প্রথার সমাজে জন্ম গ্রহণ করেন । তিনি বলেন , ১৯৫১ সালে তিব্বত শান্তিপূর্ণ মুক্তির আগে দালাই চক্রের শাসনাধীন ভূমিদাস প্রথার সমাজ সামন্ততান্ত্রিক নির্যাতনে জর্জরিত ছিলেন । ৯৫ শতাংশেরও বেশি ভূমি দাস শোচনীয় জীবনযাপন করতো । তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর তিব্বতের সামন্ততান্ত্রিক ভূমি দাস ব্যবস্থা বর্জন করা হয়েছে ।
দালাই চক্র তার স্বার্থ ও শাসন ধরে রাখার জন্য এবারের সহিংস ঘটনা ঘটিয়েছে । (থান ইয়াও খাং)
|