গত কয়েক দিনে সংবাদদাতারা লাসায় সহিংস ঘটনার ওপরে কিছু বিদেশী প্রত্যক্ষদর্শীর সাক্ষাত্কার নিয়েছেন । দুষ্কৃতকারীরা লুটপাট , ভাংচুর ও অগ্নিসংযোগসহ যে নৈরাজ্য চালিয়েছে , তারা তার তীব্র নিন্দা করেছেন ।
যুক্তরাষ্ট্রের তিব্বত দারিদ্র্য দূরীকরণ তহবিলের চেয়ারম্যান টনি গ্লিসন বলেন , ১৪ মার্চ তিনি দেখলেন , এক দল অল্পবয়সী তরুণ সড়কে মোটর গাড়ির ওপরে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করছে । তিনি বলেন , এ সব পাটকেল ও পাথর হয়তো আগে থেকে সংগ্রহ করা হয়েছিল ।
সুইডেনের পর্যটক ইয়াং বলেন , প্রথম দিকে তিনি কাচ চূর্ণবিচূর্ণ হওয়ার শব্দ শুনলেন । এর পর এক দল দুষ্কৃতকারী দোকান ও মোটর গাড়ি পুড়িয়ে দিতে শুরু করলো । তারা নিরীহ জনতাকে প্রহার করলো ।
স্লোভেনিয়ার পর্যটক উসুলা বলেন , তিনি মনে করেন যে , এই সহিংস ঘটনা পূর্ব পরিকল্পিত ।
সুইডেনের পর্যটক ইয়াং বলেন , চীনের পুলিশ খুব সংযমী ছিল। তারা দুষ্কৃতকারীদের ওপর গুলি চালায় নি । (থান ইয়াও খাং)
|