চীন চীনকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য দালাইয়ের অন্য কোনো দেশে যাওয়া বা তার সঙ্গে কোনো দেশের সরকারী যোগাযোগের বিরোধিতা করে চীন । ২৬ মার্চ পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং এ কথা জানিয়েছেন ।
খবর অনুযায়ী ফরাসী পররাষ্ট্র মন্ত্রী বারনার্ড কুশনার ২৫ মার্চ বলেছেন , তিনি তিব্বতের ওপরে চীনের দমন নির্যাতনে মেনে নিতে পারেন না । ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র ও মানবাধিকার বিষয়ক সচিব ইয়ার্দ বলেন , যদি দালাই ফ্রান্স সফরে আসেন , তাহলে তিনি নির্দ্বিধায় তার সঙ্গে সাক্ষাত্ করবেন । এ সম্পর্কে চীনের মন্তব্য জানতে চেয়ে জনৈক সংবাদদাতার প্রশ্নের উত্তরে ছিন কাং ঐ মন্তব্য করে বলেন , লাসার ঘটনা ছিল চীনকে বিভক্ত করার জন্য দালাই চক্রের একটি পূর্ব পরিকল্পিত সহিংস ঘটনা । চীন সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ফলে লাসাসহ বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । চীন জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ও ন্যায্য ব্যবস্থা নিয়েছে ।
|