নেপালের বিশ্ব সংস্কৃতি নেটওয়ার্ক ও চীন বিষয়ক তথ্য কেন্দ্রের পরিচালক জীপক সরকার চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বলেন, তিনি নিজেই তিব্বতের প্রগতি ও উন্নয়নের সাক্ষী।
দীপক বলেন, ১৯৮৬ সালে তিনি প্রথম বার তিব্বত সফরের সময় দেখেছেন, রাস্তাঘাটসহ তিব্বতের অবকাঠামোর মান খুব অনুন্নত। এর পর প্রায় দুই বছর পর পর তিনি একবার করে তিব্বতে গেছেন এবং সেখানকার বিপুল পরিবর্তন দেখেছেন। ১৯৯৮ সালে তিনি তিব্বতের পরিবর্তন দেখে অবাক হয়ে যান।
সংস্কৃতি বিনিময় ক্ষেত্রে ৩০ বছর ধরে কাজ করার পর দীপক বলেন, চীন সরকার তিব্বতের সংস্কৃতি ও অন্য ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তাতে তিনি মুগ্ধ। তিনি স্থানীয় তিব্বতীদের সঙ্গে আলাপ করার সময়ও তাদের সন্তুষ্টির অনুভূতি উপলব্ধি করতে পেরেছেন।(ইয়াং ওয়েই মিং)
|