২৬ মার্চ সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের আয়োজনে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় গিয়ে '১৪ মার্চ'-এর লুটপাট ও ভাংচুরের ঘটনা প্রত্যক্ষ করতে ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কার গ্রহণ করতে পেইচিং থেকে লাসায় গেছেন।
এই সাংবাদিক দলের ১৯টি তথ্য মাধ্যমের সাংবাদিকরা রয়েছেন। বিদেশী তথ্য মাধ্যমগুলোর মধ্যে মার্কিন সংবাদ সংস্থা এ পি, বিখ্যাত মার্কিন পত্রিকা দি ওয়াল স্ট্রিট জার্নাল, ইউ এস এ টুডে, ব্রিটিশ ফাইন্যন্সিয়াল টাইমস, রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা, জাপানের কিয়োডো নিউজ, দক্ষিণ কোরিয়ার কে বি এস টিভি এবং কাতার টিভি। এ ছাড়া হংকংয়ের ফিনিক্স টিভি ও টিভিবি, তাইওয়ানের ইস্টার্ন মালটিমিডিয়া গ্রুপ এবং মূল-ভূভাগের চায়না ডেইলি ও পেইচিং উইকলি'র দু'জন সাংবাদদাতা।
তারা লাসায় তিনদিন ধরে তথ্য সংগ্রহ ও সাক্ষাত্কার নেবেন।
(খোং চিয়া চিয়া)
|