|
|
(GMT+08:00)
2008-03-25 18:43:11
|
|
তিব্বত সম্পর্কিত অসত্য প্রচারের জন্য জার্মানদের ক্ষোভ
cri
জার্মানীর আর টি এল টেলিভিশন কেন্দ্র চীনের তিব্বতের দাঙ্গাহাঙ্গামা সম্পর্কে যে অসত্য খবর প্রচার করেছে , সে ব্যাপারে গত কয়েক দিন ধরে জার্মানীর ইন্টারনেট ব্যবহারকারীরা এ টি ভি কেন্দ্রের ওয়েবসাইটে লিখিত ক্ষোভ প্রকাশ করেছেন । ফ্রান্জ নামে একজন নেট ব্যবহারকারী বলেছেন , আর টি এল টি ভি কেন্দ্রের ওয়েবসাইটসহ জার্মানীর তথ্য মাধ্যমগুলোর অসত্য খবর জার্মানীর গণ মাধ্যমগুলোর জন্য লজ্জা । এতে প্রমাণিত হয়েছে যে জার্মানীর কিছু তথ্য মাধ্যম চীন সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করছে এবং পেইচিং অলিম্পিক গেমস বিঘ্নিত করা ও তিব্বতকে চীন থেকে বিছিন্ন করাকে সমর্থন করে । কোনো কোনো নেট ব্যবহারকারী বলেন , চীন সম্বন্ধে জার্মানীদের উপলব্ধি সীমিত । তারা তথ্য মাধ্যমগুলোর বিকৃত তথ্য ও অসত্য প্রচার শুনেই মনে করে চীনের অবস্থা জানেন । একজন নেট ব্যবহারকারী বলেন , জার্মানীর তথ্য মাধ্যমগুলো প্রায়ই চীনের বিরুদ্ধে অভিযোগ তুলছে । এর কারণ হল গত কয়েক বছরে চীনের উন্নয়ন দ্রুত , অন্য দিকে পাশ্চাত্য দেশগুলোর উন্নয়নের গতি ধীর । জার্মানীর একজন পর্যটন গাইড বলেন , যারা চীন সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করেন , তাদের এ কথা বুঝতে হবে যে , চীনের ৫৬টি জাতি যদি সবই নিজ জাতির জন্য আলাদা দেশ গঠন করার দাবী জানায় , তাহলে পরিস্থিতি কি দাড়াবে ।
|
|
|