২৪ মার্চ পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'এর মশাল গ্রীসের অলিম্পিয়ায় প্রম্বনিত হওয়ার পর মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন রাতে, মশালটি অলিম্পিয়ার উত্তর-পশ্চিম দিকে ১৩০ কিলোমিটার দূরের মেসোলোগি শহরে পৌঁছেছে। এটিই ছিল প্রথম দিনের মশাল হস্তান্তর কর্মসূচী।
স্থানীয় সময় রাতে সাড়ে আটটায় মেসোলোগি শহরের কেন্দ্রস্থলে বীর পার্কে গ্রীসের অলিম্পিক কমিটি ও মেসোলোগি পৌর সরকার যৌথভাবে পেইচিং অলিম্পিক মশাল অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে।
পেইচিং অলিম্পিক গেমসের মশাল গ্রীসে ৭দিনে ৪৩টি শহরের মধ্য দিয়ে ১ হাজার ৫২৮ কিলোমিটার পথ পাড়ি দেবে। ৬০৫জন মশালবাহক গ্রীসে পেইচিং অলিম্পিক গেমসের মশাল বহ অংশ নেবেন।
ছাই ইউয়ে
|