২৪ মার্চ পাকিস্তানের করাচি আদালত পাকিস্তান পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে হত্যার অভিযোগ খারিজ করে দিয়েছে ।
১৯৯৬ সালে করাচিতে পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে গুলিতে হত্যা করা হয়েছিল । আসিফ আলি জারদারির এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে সে সময় তার বিরুদ্ধে মামলা করা হয় । স্থানীয় তথ্য মাধ্যমের একটি খবরে জানা গেছে , ২৪ মার্চ করাচির একটি আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় ।
পাকিস্তানের তথ্য মাধ্যমগুলোতে বলা হয়েছে , তার বিরুদ্ধে হত্যার অভিযোগ খারিজ করায় আগামী মে মাসে জাতীয় পরিষদের উপ নির্বাচনে তার অংশ গ্রহণেরপথ সুগম হয়েছে ।
|