চীন সফররত মঙ্গেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস ওয়ুন ২৪ মার্চ পেইচিংএ বলেছেন, মঙ্গেলিয়া সব সময় মনে করে, তিব্বত চীন গন প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ । লাসার ঘটনা মোকাবেলায় চীন সরকার আইন অনুযায়ী যে পদক্ষেপ নিয়েছে মঙ্গোলিয়া তাকে সমর্থন করে । চীনের কনস্যুলার ডেই বিন গুওয়ের সঙ্গে সাক্ষাত করার সময় তিনি এ কথা বলেন । তিনি আরও বলেন, মঙ্গোলিয়া ও চীনের প্রতিবেশীসূলভ সহযোগিতার সম্পর্ক দীর্ঘস্থায়ী ও স্থিতিশীলভাবে বিকশিত করা মঙ্গোলিয়া সরকারের দৃঢ় নীতি । মঙ্গোলিয়া চীনের সঙ্গে এই সম্পর্ক গভীরতর করতে প্রস্তুত ।
ডেই বিন গুও বলেন, বতর্মানে চীন ও মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্ক ভাল । তিনি আশা করেন, দু'দেশের উচিত সুযোগ গ্রহণের মাধ্যমে বাস্তব সহযোগিতা গভীরতর করে দু'দেশ ও দু'দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যাতে উত্তর-পূর্ব এশিয়া অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য অবদান রাখা যায়।
|