২৪ মার্চ লেবাননের তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, লেবানন পার্লামেন্টের স্পীকার নাবীহ বারি বলেছেন, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন আবার স্থগিত হয়ে যাওয়ার আশংকা আছে।
২৩ মার্চ বারি তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, এ পর্যন্ত লেবাননের সংকট সমাধানের প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয় নি। ২৯ ও ৩০ মার্চ দামাস্কাসে আরব লীগের শীর্ষ সম্মেলনে লেবাননের সংকটের কোনো সমাধান না হলে, জাতীয় সংহতির সরকার গঠন এবং নির্বাচনী আইন সংশোধন সমস্যা নিয়ে আলোচনার জন্য তিনি এপ্রিল মাসে প্রধান রাজনৈতিক দলগুলোরকে সংলাপে বসার আহ্বান জানাবেন।
(খোং চিয়া চিয়া)
|