২৩ মার্চ জার্মানীর আর.টি.এল টেলিভিশন তার ওয়েবসাইটে স্বীকার করেছে যে, সম্প্রতি চীনের তিব্বতের ঘটনায় তারা কিছু অসত্য খবর প্রচার করেছে। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
আর.টি.এল টেলিভিশনের ওয়েবসাইট সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর ৪ জন পুলিশের লাঠিচার্জের একটি ছবি প্রকাশ করে ক্যাপশন দেয়, চীনা পুলিশ তিব্বতে বিক্ষোভকারীদের লাঠি বেটা করছে। ২৩ মার্চ তারা স্বীকার করেছে যে তাদের ব্যাখ্যাটি সঠিক ছিল না। ছবিটি ছিল ১৭ মার্চ কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের নেপালী পুলিশের লাঠিচার্জের ছবি। আর.টি.এল টেলিভিশন এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে। (ইয়াং ওয়েই মিং)
|