২৪ মার্চ পেইচিং অলিম্পিক গেমস ২০০৮এর মশাল প্রম্বলনের পর প্রথমই গ্রীসের সপ্তাহব্যাপী হস্তান্তর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথম দিনে অলিম্পিক গেমসের উত্পত্তিস্থান প্রাচীন অলিম্পিয়ার ধ্বংসাবশেষ থেকে গ্রীসের তৃতীয় বৃহত্তম শহর প্যাত্রাসের মধ্য দিয়ে পশ্চিমাঞ্চলে মিসোলোগি হরে পাঠানো হচ্ছে।
পেইচিং অলিম্পিক গেমসের মশাল গ্রীসে ১৬টি অঞ্চল ও ৪৩টি শহরের মধ্য দিয়ে ১ হাজার ৫২৮ কিলোমিটার পথ পাড়ি দেবে। এছাড়া, ২৯টি শহরেও মশাল হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হবে। তখন ৬০৫জন মশাল বাহক গ্রীসে পেইচিং অলিম্পিক গেমসের মশাল বহণের তত্পরতায় অংশ নেবেন।
৩০ মার্চ এথেন্সের কেন্দ্র স্থল পানাথেনাইকন স্টেডিয়ামে প্রম্বলিত মশাল পৌঁছানো হবে। এ স্টেডিয়ামে ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমস আয়োজিত ছিল। গ্রীস অলিম্পিক কমিটি এ স্টেডিয়ামে মশালটি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির হাতে হস্তান্তর করবে।
ছাই ইউয়ে
|