|
|
(GMT+08:00)
2008-03-24 19:14:55
|
২০০৭ সালে চীনের জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নির্গমন হ্রাসে সাফল্যের বছর
cri
সম্প্রতি চীনের সমাজ বিজ্ঞান এক্যাডেমি প্রকাশিত ২০০৮ সালে " চীনের পরিবেশ সংকট ও সুযোগ" শীর্ষক সবুজ পত্রে বলা হয়েছে, ২০০৭ সালে চীনের জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নির্গমন কমানোর ক্ষেত্রে প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে । জানা গেছে, ২০০৭ সাল ছিল এই ক্ষেত্রে সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ বছর । জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস কামানো চীনের পরিবেশ সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এ জন্য চীন ধারাবাহিক নীতি প্রণয়ন করেছে এবং আইন প্রয়োগকারী ও কাঠামোগত ব্যবস্থা স্থাপন জোরদার করেছে। এতে অতিরিক্ত জ্বালানী ব্যবহার ও অতিরিক্ত বিষাক্ত গ্যাস নির্গমনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর নির্গমনের মাত্রা কমানো হয়েছে । এ ক্ষেত্রে চীন সরকার ২৩৫০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । ২০০৭ সাল ডিসেম্বরে চীনের উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে , গত বছরের প্রথম ন'মাসে চীনের ইউনিট জি ডি পির জ্বালানী ব্যয় ২০০৬ সালের তুলনায় ৩ শতাংশের মতো কমে গেছে ।
|
|
|