সম্প্রতি তিব্বতের লাসা শহরে সংঘটিত লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকান্ড সম্পর্কে কয়েকটি পশ্চিমা দেশের তথ্য মাধ্যমের পরিবেশিত বিকৃত খবরের সমালোচনা করে চীনের সিনহুয়া বার্তা সংস্থা একটি ভাষ্যে বলেছে, সত্য বিকৃত করা যায় না এবং ন্যায় মানুষের হৃদয়ে থাকে ।
ভাষ্যটিতে বলা হয়েছে , তিব্বতের লাসা শহরে ভয়ংকর সহিংস ঘটনার পর , কয়েকটি পশ্চিমা দেশের তথ্য মাধ্যম ব্যাপকভাবে বিকৃত খবর প্রচার করেছে । সহিংসতা দমনের জন্য চীন সরকার যে পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করা এ সব খবরে । এমনকি তারা চীন সরকার তিব্বতীদেরকে ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে বলে উপর্যুপরি সমালোচনা করে প্রচারনা চালিয়েছে। তারা এই ঘটনাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পর্কিত করে পেইচিং অলিম্পিক বর্জনের হুঁমকিও দিয়েছে ।
ভাষ্যটিতে বলা হয়েছে , বাস্তবতা বিকৃত করা যায় না এবং সত্যা ঢেকে দেওয়া যায় না । চীন সরকারের অবস্থান ও পদক্ষেপ বিশ্বের একশোরও বেশী দেশ ও আন্তর্জাতিক সংস্থা উপলব্ধি করতে চেয়েছে এবং সমর্থন দিয়েছে । তিব্বতের জনগণ ঐক্য ও স্থিতিশীলতার পক্ষে দাঁড়িয়েছে ।
ভাষ্যটিতে আরো বলা হয় , আমাদের দৃঢ় বিশ্বাস, তিব্বতী স্বদেশীয় সহ চীনা জনগণ শান্তি ভালবাসে এবং মৈত্রীকে উর্ধে তুলে ধরে । তারা সঠিক-বেঠিক নির্ণয় করতে পারে । দেশের ঐক্য রক্ষা , সমাজের স্থিতিশীলতা বজায় রাখা এবং তিব্বতের উন্নয়ন ও প্রগতি তরান্বিত করার জন্য চীন সরকার যে নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছে তা পুরোপুরি সঠিক । বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া ও দর্শক অবশ্যই পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবেন ।
|