v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-24 11:20:40    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/৩/২৪

cri

    পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে। পেইচিংয়ের বিভিন্ন পেশাদার-সম্প্রদায়ের অলিম্পিক গেমসকে অভ্যর্থনা জানানোর আগ্রহ দিন দিন বাড়ছে। টেক্স চালকরাও অলিম্পিক গেমসে দেশি-বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য জরুরীভাবে প্রস্তুতি নিচ্ছেন। তারা সার্বিকভাবে সেবার মান উন্নয়নের চেষ্টা করছেন। ২৪ মার্চ নতুন অনুষ্ঠান পেইচিং ২০০৮-এ এই সম্পর্কে আপনাদের নতুন কিছু জানানো হবে।

    চার দিনব্যাপী ২৬তম প্যারিস ভাষা মেলা সম্প্রতি প্যারিসের ভারসাইলিসে আয়োজিত হয়েছে। ফ্রান্স ও ইউরোপে চীনা ভাষা শিক্ষা কর্মসূচীর দ্রুত উন্নয়নের চাহিদা মেটানোর জন্য ফ্রান্সের ভাষা মেলার আমন্ত্রণে চীন প্রধান অতিথি দেশ হিসেবে মেলায় যোগ দিয়েছে। এবারের মেলায় চীন 'অলিম্পিক গেমসকে স্বাগত জানানো ও চীনা ভাষা শেখা' সংক্রান্ত দশ বারোটি বিভিন্ন ধরনের চীনা ভাষা সংক্রান্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীর আয়োজন করেছে। ২৪ মার্চ লিলু শিক্ষার আলো অনুষ্ঠানে প্যারিস ভাষা মেলা সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেবেন।

    গত শতাব্দির আশির দশক পর্যন্ত চীনারা সাধারণত নিজেরা কাপড়-চোপড় কিনে দরজির দোকানে গিয়ে পোষাক তৈরির অর্ডার দিতেন। আজকের দিনে বাজারে পোষাকের বৈচিত্র্য বাড়ার সঙ্গে সঙ্গে দরজির দোকানে গিয়ে পোষাক তৈরি করানো লোকের সংখ্যা কমে আসছে। অথচ পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে এ ধরণের একটি কাপড়-চোপড় ও দরজির দোকান আছে। যেখানে ব্যবসা এখনো বেশ সরগরম। ২৬ মার্চ চীনের জীবন অনুষ্ঠানে শি চিং উ এ দরজির দোকানের একজন কর্মী চৌ সিয়াং ইয়ানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবেন।

    দক্ষিণ পশ্চিম চীনের কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের ছুংজু শহরের লুং চৌ জেলায় থিয়ান ছিং নামে জুয়াং জাতির ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র তৈরির কৌশল খুব প্রচলিত। ৪৩ বছর বয়স্ক ছিন হুয়া পেই থিয়ান ছিং তৈরির শিল্পী। থিয়ান ছিনের তৈরির কৌশল জনপ্রিয় করে তোলার জন্য তিনি আজীবন অবদান রেখেছেন। ২৬ মার্চ থান ইয়াও খাং চুয়াং জাতির অধিবাসী ছিন হুয়া পেই ও তার থিয়ান ছিং তৈরির কৌশল সম্পর্কে আপনাদের বলবেন।

    চাংচৌ হোনান প্রদেশের রাজধানী। এ শহরের ৮০০০ বছরের সভ্যতার ইতিহাস রয়েছে। চাংচৌ শহরে ১৯০০ বছরএর রুরানো ঐতিহাসিক একটি ওয়েন মন্দির আছে। ওয়েন মন্দির অর্থাত্ সংস্কৃতি মন্দির হচ্ছে প্রাচীনকালে চীনাদের শিক্ষাবিদ কনফিউশিয়াসের স্মরণে নির্মিত মন্দির এবং চীনের বুদ্ধিজীবীদের সম্মিলনের স্থান। ২০০৫ সালে চাংচৌ পৌর সরকার ৩ কোটি ইউয়ান রেনমিনপি ব্যয় করে এই মন্দির মেরামত করেছে। এখন এই ওয়েন মন্দির চাংচৌ শহরের একটি উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়েছে। ২৭ মার্চ চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে ছাও ইয়ান হুয়া ও আবাম ছালাউদ্দিন আপনাদের চাংচৌ শহরের ওয়েন মন্দির দেখতে নিয়ে যাবেন।

    ফান হুইতি একজন সাধারণ গ্রামীণ নারী, ওয়াং হুইইং একজন কর্মচ্যুত শ্রমিক। তারা পরস্পরের আপন লোক নন। তবে তারা পরস্পরকে আপন বলে মনে করেন। ২৩ বছর আগে ফান হুইতি পানিতে নিমজ্জিত ওয়াং হুইইংকে উদ্ধার করেন। তার পর ২৩ বছরের মধ্যে দু'জনের কখনো দেখা হয় নি। ২০০৭ সালের ২৭ আগস্ট যখন দু'জনের দেখা হয়, তখন ফান হুইতি গুরুতর রোগে আক্রান্ত। গুরুতর অবস্থারত ফাং হুইতিকে ওয়াং হুইইং বলেন, ভিক্ষুক হতে হলেও আমি আপনার চিকিত্সা করাব। ২৮ মার্চ কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি ফান হুইতি ও ওয়াং হুইইংর সেই কাহিনী আপনাদের বলবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)