চীনের পশ্চিমাঞ্চলের গানসু গানান তিব্বত জাতি স্বায়ত্তশাসিত জেলা সরকারের সূত্র থেকে জানা গেছে, গত ১৪ মার্চের পর এই জেলায় সংঘটিত লাটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতায় ৯৪ জন গণ নিরাপত্তা পুলিশ ও সামরিক পুলিশ এবং সাধারণ মানুষ আহত হয়েছে । এ ছাড়া, ২৩ কোটি ইউয়ানের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
গানসু প্রদেশের তিব্বতী বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিরা একটি সেমিনারে দেশের এবং বিদেশের বিছিন্নতাবাদী ও দুবৃর্ত্তদের সহিংসতার তীব্র নিন্দা করেছেন । চীনের বৌদ্ধ ধর্ম সমিতির ভাইস চেয়ারম্যান , জীবিত বুদ্ধ চিয়া মু শিয়াং বলেন, দালাই চক্র এবারের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করেছে । বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে যে, জাতি, ধর্ম কেবলমাত্র তাদের প্রতারণার একটি কৌশল । গানসু প্রদেশের বৌদ্ধ ধর্ম সমিতির ভাইস চেয়ারম্যান , জীবিত বুদ্ধ ডেওয়াছাং বলেন, মুষ্টিমেয় কিছু অপরাধীর কর্মকান্ড গুরুতরভাবে দেশের আইনবিধি লঙ্ঘণ করেছে এবং তাদের আচরণ বৌদ্ধ ধর্মের মূল চেতনার পরিপন্থী। বতর্মানে গানানের শহর ও গ্রামাঞ্চলের শৃংখলা স্বাভাবিক হয়ে এসেছে ।
|