১৪ মার্চ লাসায় কিছু দুষ্কৃতকারী লুটপাট , ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতা সৃষ্টি করেছে । মানব জাতির সভ্যতা পদদলিত করার মতো ন্যাক্কারজনক এই ঘটনা নিন্দা জানাতে গত কয়েক দিনে তিব্বতের বিভিন্ন জাতির জনতা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , লাসার এবারের সহিংসতায় ১৮জন নিরীহ জনতা নিহত এবং অন্য ৩৮জন আহত হয়েছে । অর্থনৈতিক ক্ষতি প্রায় ২৫ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে ।
ঘটনা ঘটার পর একাদশ পানচেন লামা বলেন , ধর্মীয় মহল এবং ধর্মাবলম্বীরা যাতে স্বাভাবিক ধর্মীয় ক্রিয়াকর্ম চালাতে পারেন , সেজন্য লাসায় সরকার যে সকল ব্যবস্থা নিয়েছে , তিনি তা সমর্থন করেন ।
চীনের বৌদ্ধ ধর্ম সমিতির তিব্বত শাখার ভাইস চেয়ারম্যান বলেন , অল্প কিছু মন্দিরের ভিক্ষুরা ধর্মীয় আচার আচরণ লংঘন করে মাতৃভূমিকে বিভক্ত করার যে অপচেষ্টা চালিয়েছে , তা ধর্মীয় মহল ও সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীর মৌলিক স্বার্থ ক্ষুন্ন করেছে । তিনি তার দৃঢ় বিরোধিতা করেছেন । (থান ইয়াও খাং)
|