লাসার সহিংসতা নিয়ন্ত্রণে আনার জন্য চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল আইন অনুযায়ী যে পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব সম্প্রদায় তাতে সমর্থন দিয়েছে । মরিসাসের প্রেসিডেন্ট অ্যানারুড জুগনাথ চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, বিছিন্নতাবাদী তত্পরতা কোনো দেশের কাছেই গ্রহণযোগ্য নয় । মরিসাস চীন সরকারের অবস্থানকে সমর্থন করে । মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী মারসেল রানজিবা মাদাগাস্কারে নিয়োজিত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, তিব্বত চীনের অভ্যন্তরীণ ব্যাপার। মাদাগাস্কার এই ঘটনাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পর্কিত করা এবং পেইচিং অলিম্পিক গেমস বর্জনের বিরোধিতা করে ।
তা ছাড়া, বুরুন্ডি , সুদান, সাইপ্রাস , আলবেনিয়া সহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সরকার এক নীতি অনুসরণের অবস্থান প্রকাশ করেছে এবং দালাই চক্রের কর্মকান্ডের নিন্দা করেছে ।
|