২৩ মার্চ পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত সিনহুয়া বার্তাসংস্থার এক ভাষ্যে বলা হয়েছে , সহিংসতার মাধ্যমে দালাই চক্রের " অহিংস " নীতি যে মিথ্যাচার তা প্রমাণিত হয়েছে । ভাষ্যতে বলা হয়েছে , ২০০৮ সালে সারা বিশ্বের মানুষ পেইচিং অলিম্পিক গেমসে আসার প্রত্যাশা করছে । কিন্তু দালাই চক্র পেইচিং অলিম্পিক গেমস বাধা সৃষ্টির অপেচেষ্টা চালাচ্ছে । তাদের উদ্দেশ্য হল " তিব্বতের স্বাধীনতা" ইস্যতে চীন সরকারকে আপোষ করতে বাধ্য করা । সুতরাং তারা পরিকল্পিতভাবে লাসায় লুটপাট , ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতা সৃষ্টি করেছে ।
ভাষ্যটিতে বলা হয়, সহিংসতার পর বিশ্বব্যাপী নিন্দার মুখে দালাই চক্র এবারের সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে । তবে ইতিহাস ও সত্যতা বিশেষ করে ১৪ মার্চের ঘটনা তাদের " অহিংসতা" যে মিথ্যাচার তা প্রমাণ করে দিয়েছে । ভাষ্যটিতে আরও বলা হয়েছে , দালাই ও তার সমর্থকরা " শান্তি" ও " অহিংসতার" নামে নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে , কিন্তু তাদের বিছিন্নতাবাদী কর্মকান্ড ব্যর্থতায় পযবর্সিত হবেই ।
|