সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন চাও তাঁর একটি ভাষণে বিদেশে চীনের দূতাবাস ও কনস্যুলারগুলোর ওপর তিব্বত বিছিন্নতাবাদীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন । তিনি বলেন, গত ১০ মার্চের পর , বিদেশে চীনের ১৭টি দূতাবাস ও কনস্যুলার অফিস তিব্বত বিছিন্নতাবাদীদের আক্রমণের শিকার হয়েছে । মুষ্টিমেয় কিছু তিব্বত বিছিন্নতাবাদী দালাইয়ের নামে সহিংস উপায়ে বিদেশে চীনের কূটনৈতিক সংস্থাগুলোর ওপর নাশতামূলক কর্মকান্ড চালিয়েছে । তাদের এসব কর্মকান্ডে চীনের এ সব কূটনৈতিক সংস্থার কাজকর্ম শৃংখলা গুরতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কূটনীতিকদের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে ।
লিও চিয়েন চাও জানান, এসব তিব্বত বিছিন্নতাবাদী প্রায় একই সময় বিদেশে চীনের দূতাবাস ও কনস্যুলাগুলোর ওপর সহিংসতা চালিয়েছে । এ থেকে বোঝা যায়, এটা হল চীনকে বিছিন্ন করার লক্ষ্যে দালাই চক্রের পরিকল্পিত ও সংগঠিত যড়যন্ত্র । চীন সংশ্লিষ্ট দেশগুলোর উদ্দেশ্যে আর্ন্তজাতিক চুক্তি অনুযায়ী বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিয়ে বিদেশে চীনের কূটনৈতিক সংস্থা ও কর্মীদেরকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ।
জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে । এসব দেশের সরকার আশ্বাস দিয়েছে , তারা আইন অনুযায়ী হাংগামা সৃষ্টিকারীদেরকে শাস্তি দেবে এবং এসব সহিংসতার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত সাপেক্ষে ঠিকভাবে মোকাবেলা করবে ।
|