আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রতি তিব্বতের সহিংসতায় চীন সরকারের আইনানুগ ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিব্বত ইস্যু হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ চীন সরকারকে সমর্থন করে এবং অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণের বিরোধিতা করে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিব্বত হলো চীনের অবিছিন্ন অংশ। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য চীন সরকারের নিরলস প্রচেষ্টকে নেপাল সমর্থন করে।
কাজাখস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ বলেন, তিব্বত হলো চীন ভূভাগের একটি অংশ। চীন সরকার সমাজের স্থিতিশীলতা রক্ষার জন্য যে ব্যবস্থা নিয়েছে তা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, তিব্বতের হাঙ্গাদাঙ্গামায় সিরিয়া সরকার খুব উদ্বিগ্ন। সিরিয়া এই সহিংস তত্পরতার সংগঠকদেরকে নিন্দা করে এবং চীন সরকারের ব্যবস্থার প্রতি সমর্থন জানায়।
এছাড়া উত্তর কোরিয়া, মোঙ্গলিয়া, কিরঘিজস্তান, তাজিকিস্তান, ফিজি, সার্বিয়া ও জাম্বিয়া ইত্যাদি দেশ চীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|