গ্রীসের অলিম্পিক কমিটির সূত্রে জানা গেছে, ২০ মার্চ ধর্মযাজিকারা অলিম্পিয়াডে অলিম্পিক মশালে অগ্নিসংযোগের পরীক্ষা সাফল্য অর্জিত হয়েছে।
ধর্মযাজিকারা ১৮ মার্চ থেকে অলিম্পিয়াডে পরীক্ষা শুরু করেন। ১৯ মার্চ অলিম্পিয়াডের আবহাওয়া ভাল ছিল না। সেজন্য এদিন পরীক্ষায় সাফল্য অর্জিত হয়নি।
জানা গেছে, এখন থেকে ২৪ মার্চ পেইচিং অলিম্পিক গেমসের মশালেঅগ্নিসংযোগের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হওয়া পর্যন্ত ধর্মযাজিকারা প্রতি দিন অলিম্পিয়াডের প্রাচীন ধ্বংসাবশেষে অগ্নিসংযোগের মহড়া দেবেন। প্রতিদিন তাঁরা নতুন অগ্নি সংযোগের পর আগের দিনের জ্বালানো আগুন নিভয়ে দেবেন।
গ্রীস অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা বলেন, মশালের অগ্নি যাতে না নিভে যায় সে জন্য তা দু'টি ব্যারেলে রাখা হবে। তিনি আরো বলেন, ৩০ মার্চ পেইচিংয়ে পাঠানো অলিম্পিক গেমসের মাশাল তিনটি ব্যারেলে রাখা হবে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এর মধ্যে দু'টি ব্যারেল নিয়ে পেইচিং যাবে। আরেকটি অলিম্পিক গেমসের মশাল নিরাপদে পেইচিং পৌঁছানোর পর গ্রীস অলিম্পিক কমিটির কাছে রাখবে।
ছাই ইউয়ে
|