বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের মশালে অগ্নিসংযোগের শুরুর জন্য অনুষ্ঠান প্রস্তুত।
২০ মার্চ গ্রীসের অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান ইসিডিরিস কোউভেলোস এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, গ্রীস প্রস্তুতির কাজ শেষ করেছে। তখন গ্রীস এক নিখুঁত অনুষ্ঠান আয়োজনে সক্ষম হবে। কোউভেলোস বলেন, চীন ও গ্রীস হল প্রাচীন সভ্যতার আধকারী দেশ। দু'দেশের সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সংস্কার রয়েছে। অলিম্পিক গেমসের মশাল পাঠানোর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দু'দেশের মৈত্রী ও অলিম্পিক মনোভাবের প্রচার জোরদার করা হবে।
পেইচিং অলিম্পিক গেমসের মশাল গ্রীসে ১৬টি অঞ্চল ও ৪৩টি শহরের মধ্য দিয়ে ১ হাজার ৫২৮ কিলোমিটার পথ পাড়ি দেবে। এছাড়া, ২৯টি শহরেও মশাল হস্তান্তরের অনুষ্ঠান আয়োজিত হবে। তখন ৬০৫জন মশাল বাহক গ্রীসে পেইচিং অলিম্পিক গেমসের মশাল বহণের তত্পরতায়ন অংশ নেবেন।
ছাই ইউয়ে
|