১৯৫৬ সালের ২২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ১৬ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত হয়। মেলবোর্ন হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক বন্দর। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, পশু ৬ মাসের চিকিত্সা পদ্ধতির মাধ্যমে অস্ট্রেলিয়ায় রফতানি হবে। সেজন্য অসুবিধা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবা
রের অলিম্পিক গেমসের পোলো প্রতিযোগিতা সুইডেনের স্টকহোসে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এর ফলে ১৬তম অলিম্পিক গেমস হল ইতাহাসের একমাত্র দু'টি মহা দেশে অনুষ্ঠিত অলিম্পিক গেমস।
৬১টি দেশ ও অঞ্চলের ৮৮৩জন ক্রীড়াবিদ এবারের অলিম্পিক গেমসে অংশ নেন। এবারের অলিম্পিক গেমসে ২৮টি অলিম্পিক গেমসের রেকর্ড সৃষ্টি হয়। এর মধ্যে ৫টি বিশ্ব রেকর্ড রয়েছে।
১৬তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান মেলবোর্নের বিশ্ববিখ্যাত্ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের অলিম্পিক গেমসে সাঁতার, ভারোত্তলন, সাইক্লিং, শুটিং, বাস্কেটবল, ফুটবল, ফিল্ড হকি, জিমরেস্টিক্স ও ফেন্সিংসহ ১৭টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের অলিম্পিক গেমসে বাটারফ্লাই স্ট্রোক প্রথমে ব্রেষ্ট-স্ট্রোক থেকে বিভক্ত করা হয়েছে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে প্রেম খেলার জন্য অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। বন্ধুরা এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করবো এবং বাস্তবায়নের যথাযথ উদ্যোগ নেব। বন্ধুরা আজকের এ খেলার জগত্ অনুষ্ঠানটি প্রয়োজনা করছেন আমার সহকর্মী ছাই ইউয়ে। আপনারা সবাই ভলো থাকুন, সুন্দর থাকুন। আগামী আসরে আবার কথা হবে।
|