v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-20 20:26:45    
চীনের প্রধান গাড়ী নির্মান কারখানা কোনটি?

cri
    রংপুর জেলার শ্রোতা হোসেন আবেদ আলী তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের প্রধান গাড়ী নির্মান কারখানা কোনটি? উত্তর বলছি, চীনের ছাংছুন গাড়ী নির্মান কারখানাকে চীনের বৃহত্তম এবং সবচেয়ে পুরাতন গাড়ী নির্মান কারখানা বলে গণ্য করা হয়। এই গাড়ী কারখানায় চীনের প্রথম গাড়ী নিমার্ন করা হয়।কিন্তু চীনে সংস্কার ও উন্মুক্তনীতি চালু হওয়ার পর অনেক বড় বড় শহরে গাড়ী নির্মান কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। অনেক গাড়ী কারখানা যৌথ পুঁজি কারখানা। বতর্মানে বিশ্বের বেশ কিছু নাম-করা গাড়ী চীনে তৈরী করা হয়। শুধু চলতি বছরের প্রথম ন'মাসে চীনে ৫০ লাখ গাড়ী তৈরী করা হয়েছে। তবে এতেও চীনাদের চাহিদা পুরণ হয়নি। এখন অনেক চীনার ব্যক্তিগত গাড়ী আছে। সি আর আইয়ের প্রায় ৫ শতাংশ কর্মীর ব্যক্তিগত গাড়ী আছে।

    ঝিনাইদহ জেলার শ্রোতা শ্রী সুকবেদ কুমার ঘোষতাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীন দেশে কি ছাগল পালন করা হয়? উত্তরে বলছি, চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রচুর ছাগল পালন করা হয়। সেখানে বিশাল তৃণভূমি আছে বলে অন্তর্মঙ্গোলিয়া হল চীনের প্রধান পশুপালন এলাকা । এ ছাড়াও চীনের গ্রামাঞ্চেরকৃষকরা ছাগল পালন করেন।

    চাঁপাই নবাবগন্ঞ্জ জেলার শ্রোতামামুনুর রশীদ তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, বতর্মানে চীনের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড সংগীত দলের নাম কি?

    উত্তরে বলছি, এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কারণ চীনে ব্যান্ড সংগীত দলের সংখ্যা বেশী নয়। কিন্তু আমার জানা মতে চীনের গণ মুক্তি ফৌজের ব্যান্ড সংগীত দল একটি ভাল সংগীত দল। এই ব্যান্ডসংগীত দল বিশ্বের অনেক দেশ সফর করেছে। রাষ্ট্রীয় ভোজসভায় সাধারণত এই ব্যান্ডসংগীত দল তাদের সঙ্গীত পরিবেশন করে।

    কুমিলা জেলার শ্রোতা জিনাত রিপা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের সবচেয়ে বড় মসজিদের নাম কি?

    উত্তরে বলছি, সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এটিলোয় মসজিদ চীনের সবচেয়ে বড় মসজিদ। এটিলোয় শব্দের অর্থ উইগুর ভাষায় সমাবেশের জায়গা। এই বড় মসজিদ দক্ষিণ শিনজিয়াংয়ে অবস্থিত। মসজিদের আয়তন ১৬ হাজার ৮শো বগর্কিলোমিটার । প্রতি দিন বিভিন্ন জায়গা থেকে মুসলমান ধর্মাবলম্বীরা নামাজ পড়তে যান।

    পাবনা জেলার শ্রোতা শাহাবুল আলম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের রাজধানী পেইচিংএ কয়টি বিমান বন্দর আছে?

    উত্তরে বলছি, চীনের রাজধানী পেইচিংএ মাত্র তিনটি বিমান বন্দর আছে। কিন্তু সবচেয়ে বড় বিমান বন্দটি হলো পেইচিং আর্ন্তজাতিক বিমান বন্দর। সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং আর্ন্তজাতিক বিমান বন্দর কয়ক বার সম্প্রসারিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এই বিমান বন্দরের আরেকটি ট্যার্মিন্যারল ভবনের নিমার্ণ কাজ সম্পাদি হয়েছে। রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়া, পেইচিংএ আরও দুটো বিমান বন্দর আছে । এ দুটো বিমান বন্দরের নাম হল: পেইচিং নানইয়েন বিমান বন্দর ও পেইচিং পশ্চিম উপকন্ঠ বিমান বন্দর । তবে এ দুটো বিমান বন্দর আন্তর্জাতিক বিমান বন্দর নয়।

    চুয়াডাংগা জেলার শ্রোতা ওবায়ডুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞাস করেছেন, চীনে কি মাছ চাষ হয়?

    উত্তরে বলছি, চীনের জলভাগের সোয়া চার কোটি একবেরও বেশী আয়তনের মিঠাপানির মধ্যে সোয়া এক কোটি একরে মাছের চাষ ও অন্যান্য জলজ-দ্রব্য উত্পাদন করা যায়। মিঠাপানির সাত শোরও বেশি জাতের মাছের মধ্যে ব্ল্যাক কার্প, চীনা আইড, সিলভার কার্প, বিগ-হেড কার্প, কমন কার্প ও ক্রুশিয়ান কার্প সহ মোট পঞ্চশ ধরনের মাছের অর্থনৈতিক মূল্য যথেষ্ট। ব্ল্যাক কার্প, চীনা আইড, সিলভার কার্প ও বিগ-হেড কার্প চীনের বিখ্যাত চার জাতের মাছ।

    প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের প্রত্যেক শনিবারের মুখোমুখি শুনলেন। মুখোমুখি অনুষ্ঠান আপনাদের নিজস্ব অনুষ্ঠান। সুরতাং চীন সম্পর্কে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন । আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে । আশা করি, আপনরা সব সময় মুখোমুখি অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনন । মুখোমুখি অনুষ্ঠানের মান আরো বাড়ানোর জন্য আপনাদের আর্ন্তরিক সহযোগিতা দরকার । আপনাদের সহযোগিতার জন্য অগ্রীম ধন্যবাদ জানিয়ে রাখছি ।