v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 21:11:03    
চীনের নতুন সম্প্রদায়ের সামাজিত দায়িত্ব(ছবি)

cri

     প্রতি বছর এ দু'টি অধিবেশনে জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা চীনের ১৩০ কোটি জনগণের প্রতিনিধি হিসেবে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আরোপ করেন। গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা দেশের মূলনীতি ও জনগণের দৃষ্টি-আকর্ষণী উষ্ণ বিষয় নিয়ে প্রস্তাব করেন। চীনের জনসাধারণ চাকরি ও জীবনযাত্রার সম্মুখীন সমস্যাগুলো এবং দেশের উন্নয়ন সংক্রান্ত মতামত ও প্রস্তাবগুলো প্রতিনিধিদের বা সদস্যদের কাছে তুলে ধরেন। যাতে তাদের মাধ্যমে নিজেদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়।

    এবারে অধিবেশনে অনেক প্রতিনিধি চীনের ব্যক্তিগত আয়কর সম্পর্কে মতামত প্রকাশ করেছেন। এটা আমারও মনোযোগী বিষয়। বিদেশী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত মিঃ ছুই শি ছি আমাকে বলেছেন, 'আমি ব্যক্তিগত আয়কর প্রদানের শুরু দিকটাকে সুবিন্যস্তকরণের ওপর মনোযোগ দিয়েছি। আরেকটি হলো শ্রম আইন সংক্রান্ত কিছু নতুন ব্যবস্থা। আমি মনে করি, শ্রম আইনের কার্যকর হওয়া আমাদের জন্য একটি সুখবর। শ্রম আইনের মধ্যে শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য অনেক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।' আমার মনে হয়, এ দুটো বিষয় সকল চীনা নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

    এবারের অধিবেশনে আমরা চীনের নতুন সম্প্রদায়ের কণ্ঠ শুনেছি। ৩০ বছর আগে, চীনের মৌলিক সামাজিক কাঠামোতে কেবল শ্রমিক ও কৃষক এই দুই শ্রেণী এবং বুদ্ধিজীবীরা অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার পর বিদেশ থেকে ফিরে আসা চীনাসহ অধিক থেকে অধিকতর লোক নিজের শ্রম ও বুদ্ধির ওপর নির্ভর করে নিজেদের উদ্যোগে চাকরি সৃষ্টি করেন ও উন্নয়ন করেন। তখন থেকেই চীনে এক নতুন সামাজিক শ্রেণী আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে। এই শ্রেণীর মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত রয়েছে বেসরকারী মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর সদস্য ও বৃদ্ধিজীবীগণ। তারা চীনের অর্থনৈতিক ও সামাজিক জীবনের বহু ক্ষেত্রে কাজ করেন।

    এখন চীনের নতুন সামাজিক নতুন সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ৫ কোটি। এর প্রধান অংশ হচ্ছে বেসরকারী শিল্পপতিরা। তাদের হাতে প্রায় দশ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি মূল্যের সম্পত্তি এবং চীনের অর্ধেকেরও বেশি প্রযুক্তিগত পেটেন্ট রয়েছে। তারা প্রতি বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনের প্রায় এক তৃতীয়াংশ শুল্ক দিছেন এবং অর্ধেকেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।

    এই পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়েছে, জনসংখ্যা ও শক্তির দিক থেকে নতুন সম্প্রদায় চীনের অর্থনৈতিক নির্মাণ ও সামাজিক উন্নয়নের একটি লক্ষণীয় শক্তিতে পরিণত হয়েছে।

লিউ ইয়াং সিয়া 

   বর্তমান আলোচ্য বিষয় হলো, নতুন সম্প্রদায় গড়ে তোলার পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব কী এবং কীভাবে তা পালন করবে? এ বিষয় এবারের অধিবেশনের একটি উত্তপ্ত সমস্যাও বটে। গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, শিল্পপতি লিউ ইয়াং সিয়া বলেছেন, 'আমি মনে করি, নতুন সম্প্রদায় হচ্ছে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরের সবচে'আগের সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী। সবার আগে ধনী হওয়া নতুন সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের সাহসের সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করা উচিত। প্রথমে নিজের শিল্প প্রতিষ্ঠানের আওতায় দেশের দরিদ্র ও ধনীর ব্যবধান কমানোর নানা ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি সক্রিয়ভাবে দারিদ্র বিমোচনের ব্রতে অংশ নেয়া উচিত।'

    এ ব্রত হচ্ছে চীনের বেসরকারী শিল্পপতিদের উদ্যোগে চালিত একটি উন্মুক্তকরণকৃত দারিদ্র বিমোচন সামাজিক ব্রত। ১৯৯৪ সালে তা প্রতিষ্ঠিত হয়। চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, নামকরা বেসরকারী শিল্পপতি লিউ ইয়োং হাও হচ্ছেন এ ব্রতের উদ্যোক্তাদের অন্যতম। তিনি বলেছেন, '১৩ বছরে আমাদের এ ব্রত সারা দেশে ৮০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বিনিয়োগ করেছে। লাখ লাখ কৃষক এই ব্রতের কারণে ধনী হওয়ার পথে এখন। হাজার হাজার বেসরকারী শিল্পপতি এই ব্রতে অংশ নিয়েছেন।'

    বেসরকারী শিল্পপতিরা আর্থিক ক্ষেত্রে চীনের সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছেন। কিন্তু রাজনীতিতে অংশ নেয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কী?

    গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, টিসিএল গোষ্ঠীর নির্বাহী পরিচালক হান ফাং মিং বলেছেন, 'নতুন সম্প্রদায় হচ্ছে সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের অংশগ্রহণ হচ্ছে সমাজের সকল নাগরিকদের অংশগ্রহণের একটি অংশ। যেমন দশম গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যের কার্যমেয়াদে আমি পরপর ৩২টি প্রস্তাব ও সামাজিক অবস্থা সংক্রান্ত ১৮টি জরীপ দাখিল করেছি। তা সংশ্লিষ্ট বিভাগের প্রশংসা ও প্রতিক্রিয়া পেয়েছে। আমার কিছু কিছু প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগ গ্রহণ করেছে।'

    চীন সরকার সমাজের নতুন সম্প্রদায়ের জন্য পর্যালোচনা ব্যবস্থা স্থাপনের কাজ করছে এবং নতুন সম্প্রদায়ের প্রতিনিধিদের নির্বাচন ও প্রশিক্ষণের কাজ দ্রুততর করছে। অনুমান করা যায়, চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় নতুন সম্প্রদায় আরো বেশি দায়িত্ব পালন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)