v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-18 19:10:18    
দেশি বিদেশী সংবাদদাতাদের প্রশ্নের উত্তরেওয়েন চিয়াপাও

cri

    চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ১৮ মার্চ পেইচিংয়ে শেষ হয়েছে ।দেশিবিদেশী সাবাদদাতাদের সঙ্গেসাক্ষাত দেয়ার সময়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পরবর্তী পাঁচ বছরে চীনের উন্নয়নের পথ ও বর্তমানস্পর্শকাতার সমস্যা নিয়ে তাদের প্রশ্নের উত্তর দেন। তিনি জোর দিয়ে বলেন , পরবর্তী পাঁচ বছরে চীনের অর্থনীতির আরও উন্নয়ন করা হবে । জনগণের জীবনযাত্রাকেআরও বেশি উন্নত করা হবে । সামাজিক অগ্রগতিকেআরও জোরদার করা হবে এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণকে আরও তরান্বিত করা হবে ।

    অর্থনীতির উন্নয়নসম্পর্কে ওয়েন চিয়াপাও বলেন , আমাদের খাদ্যশস্যমজুদেরপরিমান এখনো ১৫ কোটি থেকে ২০ কোটি টনের মধ্যে রয়েছে । প্রধান প্রধান শিল্পজাত দ্রব্যের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ার অবস্থার পরিবর্তন হয়নি । নির্ভুলনীতি এবং শক্তিশালীব্যবস্থা নিলে দ্রব্যমূল্যের গতি নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমরা আশাবাদী । ওয়েন চিয়াপাও বলেন , মুদ্রাস্ফীতি রোধ করার পাশাপাশি অর্থনীতির উন্নয়ন ও মুদ্রাস্ফীতি রোধ করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে । চীন ১৩০ কোটি লোকসংখ্যা বিশিষ্ট একটি উন্নয়নশীল দেশ । কর্মসংস্থানের চাপ নিরসনের জন্য অর্থনীতি উন্নয়নের গতি বজায় রাখতে হবে । উন্নয়নের মাধ্যমে সম্মুখপথের সমস্যার সমাধার করতে হবে ।

    সম্প্রতি তিব্বতের লাসায় যে লুটপাট, ভাংচুর এবং অগ্নিসংযোগসহ নাশকতামূলক যে কর্মকান্ড হয়েছে তা দেশিবিদেশী সংবাদদাতাদের দৃষ্টি আকর্ষণ করা একটি সমস্যা । ওয়েন চিয়াপাও বলেন , যথেষ্ট তথ্য প্রমান রয়েছে যে , এবারের নাশকতামূলক তত্পরতা বিদেশে নির্বাসিত দালাই চক্রের চক্রান্তে ও উস্কানিতে ঘটেছে । ঘটনাটি গুরতর ভাবে লাসার স্বাভাবিক সামাজিক শৃঙখলা বানচাল করেছে এবং লাসা শহরের জনসাধারণের জানমালের বিপুল ক্ষতিসাধন করেছে । স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলো সংবিধান ও আইন অনুযায়ী অত্যন্ত সংযমী মনোভাব নিয়ে দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে এনেছে এবং লাসা ও তিব্বতের বিভিন্ন জাতির জনগণের স্বার্থ ও অধিকার রক্ষা করেছে । ওয়েন চিয়াপাও বলেন , শান্তিপূর্ণ মুক্তি লাভ করে গণতান্ত্রিক সংস্কার বাস্তাবায়িত হওয়া থেকে এ পর্যন্ত তিব্বতে যথেষ্ট অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে । " চীন সরকার তিব্বতের সংস্কৃতি নির্মূল করছে" যে কথা বেরিয়েছে তা একেবারে মিথ্যা। আমরা শুধু তিব্বতের স্থিতিশীলতা ও স্বাভাবিক সামাজিক শৃঙখলা রক্ষা করতে সক্ষম তা নয় , বরং অব্যাহতভাবেতিব্বতের অর্থনীতিরউন্নয়ন ও সামাজিক অগ্রগতিকেসমর্থন করব , তিব্বতের বিভিন্ন জাতির জনগণের জীবনযাত্রার মান উন্নত করব এবং তিব্বতের সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করব । আমাদের এই অভিমত অপরিবর্তিত থাকবে ।

    ওয়েন চিয়াপাও বলেন , দালাই চক্র যদি স্বাধীনতার মনোভাব ত্যাগ করে তিব্বত এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয় তাহলে চীন সরকারের সঙ্গে কথাবার্তা বলার দরজা সবসময়ই খোলা থাকবে ।

    তাইওয়ান সমস্যা সম্পর্কেওয়েন চিয়াপাও বলেন , তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এবং দুই পারের যৌথ উন্নয়ন তরান্বিত করা দু'পারের সম্পর্কের প্রধান ধারায় পরিণত হওয়া উচিত ।

তিনি বলেন , আমি জোর দিয়ে বলতে চাই যে , এক চীনের ভিত্তিতে যথাশীঘ্রই দু'পারের মধ্যেকার শান্তিপূর্ণ আলোচনা আবার শুরু করা হবে বলে আমরা আশা করি । দু' পারের বৈরীতামূলক অবস্থা এমন গুরুত্বপূর্ণ সমস্যাসহ যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করা যায় । ওয়েন চিয়াপাও বলেন , মূলভূভাগ অব্যাহতভাবে দু'পারের আর্থ-বাণিজ্যিক বিনিময় তরান্বিত করবে ।

    অতি অল্প লোক অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করার যে তত্পরতা চালিয়েছে সে সম্পর্কে ওয়েন চিয়াপাও বলেন , চীনে অলিম্পিক গেমস আয়োজন করা গোটা বিশ্বের জনগণের এক মহা ঘটনা । অলিম্পিক গেমসের লক্ষ্য অনুযায়ী একে রাজনীতিকরণ করা যাবে না । তিনি বলেন , আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মৈত্রী ও সহযোগিতা জোরদার করতে চাই । আমরা অলিম্পিক গেমসকে আরও সুন্দর করে তুলতে চাই । যাতে ক্রীড়াবিদরা এবং বিশ্বেরজনগণ সন্তুষ্ট হন ।

আমরা উন্নয়নশীল দেশ, অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজে এটা ওটা সমস্যা থাকতেই পারে । কিন্তু চীনা জনগণ আন্তরিকভাবে অলিম্পিক গেমস ভালভাবে আয়োজিত করতে চান । এচাড়াও প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও চীন সরকার সংস্থার সংস্কার , রেনমিনপির বিনিময় হার , চীন-ভারত সম্পর্কসম্পর্কে দেশিবিদেশী সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন । ---চুং শাওলি