চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ১৮ মার্চ পেইচিংয়ে শেষ হয়েছে ।দেশিবিদেশী সাবাদদাতাদের সঙ্গেসাক্ষাত দেয়ার সময়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পরবর্তী পাঁচ বছরে চীনের উন্নয়নের পথ ও বর্তমানস্পর্শকাতার সমস্যা নিয়ে তাদের প্রশ্নের উত্তর দেন। তিনি জোর দিয়ে বলেন , পরবর্তী পাঁচ বছরে চীনের অর্থনীতির আরও উন্নয়ন করা হবে । জনগণের জীবনযাত্রাকেআরও বেশি উন্নত করা হবে । সামাজিক অগ্রগতিকেআরও জোরদার করা হবে এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণকে আরও তরান্বিত করা হবে ।
অর্থনীতির উন্নয়নসম্পর্কে ওয়েন চিয়াপাও বলেন , আমাদের খাদ্যশস্যমজুদেরপরিমান এখনো ১৫ কোটি থেকে ২০ কোটি টনের মধ্যে রয়েছে । প্রধান প্রধান শিল্পজাত দ্রব্যের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ার অবস্থার পরিবর্তন হয়নি । নির্ভুলনীতি এবং শক্তিশালীব্যবস্থা নিলে দ্রব্যমূল্যের গতি নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমরা আশাবাদী । ওয়েন চিয়াপাও বলেন , মুদ্রাস্ফীতি রোধ করার পাশাপাশি অর্থনীতির উন্নয়ন ও মুদ্রাস্ফীতি রোধ করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে । চীন ১৩০ কোটি লোকসংখ্যা বিশিষ্ট একটি উন্নয়নশীল দেশ । কর্মসংস্থানের চাপ নিরসনের জন্য অর্থনীতি উন্নয়নের গতি বজায় রাখতে হবে । উন্নয়নের মাধ্যমে সম্মুখপথের সমস্যার সমাধার করতে হবে ।
সম্প্রতি তিব্বতের লাসায় যে লুটপাট, ভাংচুর এবং অগ্নিসংযোগসহ নাশকতামূলক যে কর্মকান্ড হয়েছে তা দেশিবিদেশী সংবাদদাতাদের দৃষ্টি আকর্ষণ করা একটি সমস্যা । ওয়েন চিয়াপাও বলেন , যথেষ্ট তথ্য প্রমান রয়েছে যে , এবারের নাশকতামূলক তত্পরতা বিদেশে নির্বাসিত দালাই চক্রের চক্রান্তে ও উস্কানিতে ঘটেছে । ঘটনাটি গুরতর ভাবে লাসার স্বাভাবিক সামাজিক শৃঙখলা বানচাল করেছে এবং লাসা শহরের জনসাধারণের জানমালের বিপুল ক্ষতিসাধন করেছে । স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলো সংবিধান ও আইন অনুযায়ী অত্যন্ত সংযমী মনোভাব নিয়ে দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে এনেছে এবং লাসা ও তিব্বতের বিভিন্ন জাতির জনগণের স্বার্থ ও অধিকার রক্ষা করেছে । ওয়েন চিয়াপাও বলেন , শান্তিপূর্ণ মুক্তি লাভ করে গণতান্ত্রিক সংস্কার বাস্তাবায়িত হওয়া থেকে এ পর্যন্ত তিব্বতে যথেষ্ট অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে । " চীন সরকার তিব্বতের সংস্কৃতি নির্মূল করছে" যে কথা বেরিয়েছে তা একেবারে মিথ্যা। আমরা শুধু তিব্বতের স্থিতিশীলতা ও স্বাভাবিক সামাজিক শৃঙখলা রক্ষা করতে সক্ষম তা নয় , বরং অব্যাহতভাবেতিব্বতের অর্থনীতিরউন্নয়ন ও সামাজিক অগ্রগতিকেসমর্থন করব , তিব্বতের বিভিন্ন জাতির জনগণের জীবনযাত্রার মান উন্নত করব এবং তিব্বতের সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করব । আমাদের এই অভিমত অপরিবর্তিত থাকবে ।
ওয়েন চিয়াপাও বলেন , দালাই চক্র যদি স্বাধীনতার মনোভাব ত্যাগ করে তিব্বত এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয় তাহলে চীন সরকারের সঙ্গে কথাবার্তা বলার দরজা সবসময়ই খোলা থাকবে ।
তাইওয়ান সমস্যা সম্পর্কেওয়েন চিয়াপাও বলেন , তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এবং দুই পারের যৌথ উন্নয়ন তরান্বিত করা দু'পারের সম্পর্কের প্রধান ধারায় পরিণত হওয়া উচিত ।
তিনি বলেন , আমি জোর দিয়ে বলতে চাই যে , এক চীনের ভিত্তিতে যথাশীঘ্রই দু'পারের মধ্যেকার শান্তিপূর্ণ আলোচনা আবার শুরু করা হবে বলে আমরা আশা করি । দু' পারের বৈরীতামূলক অবস্থা এমন গুরুত্বপূর্ণ সমস্যাসহ যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করা যায় । ওয়েন চিয়াপাও বলেন , মূলভূভাগ অব্যাহতভাবে দু'পারের আর্থ-বাণিজ্যিক বিনিময় তরান্বিত করবে ।
অতি অল্প লোক অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করার যে তত্পরতা চালিয়েছে সে সম্পর্কে ওয়েন চিয়াপাও বলেন , চীনে অলিম্পিক গেমস আয়োজন করা গোটা বিশ্বের জনগণের এক মহা ঘটনা । অলিম্পিক গেমসের লক্ষ্য অনুযায়ী একে রাজনীতিকরণ করা যাবে না । তিনি বলেন , আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মৈত্রী ও সহযোগিতা জোরদার করতে চাই । আমরা অলিম্পিক গেমসকে আরও সুন্দর করে তুলতে চাই । যাতে ক্রীড়াবিদরা এবং বিশ্বেরজনগণ সন্তুষ্ট হন ।
আমরা উন্নয়নশীল দেশ, অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজে এটা ওটা সমস্যা থাকতেই পারে । কিন্তু চীনা জনগণ আন্তরিকভাবে অলিম্পিক গেমস ভালভাবে আয়োজিত করতে চান । এচাড়াও প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও চীন সরকার সংস্থার সংস্কার , রেনমিনপির বিনিময় হার , চীন-ভারত সম্পর্কসম্পর্কে দেশিবিদেশী সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন । ---চুং শাওলি
|