১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৮ মার্চ সকালে পেইচিংয়ে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে পুননির্বাচিত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, তিনি আন্তরিকভাবে সংবিধানের দেয়া পবিত্র দায়িত্ব পালন করবেন। তিনি পরিশ্রমের সঙ্গে জনগণের জন্য সেবা করবেন এবং দেশের জন্য যথাসাধ্য চেষ্টা চালাবেন। তিনি কোন ভাবেই প্রতিনিধিদের ও দেশের বিভিন্ন জাতির জনগণের গুরুত্বপূর্ণ আস্থাকে হতাশ করবেন না।
এর পাশাপাশি হু চিন থাও জোর দিয়ে বলেন, নতুন রাষ্ট্রীয় সংস্থাগুলোর কর্মকর্তাদের কাঁধে জনগণের দেয়া ভারী দায়িত্ব রয়েছে। আমরা যুগের আহ্বানে ও জনগণের আকাঙ্ক্ষা অনুসারে দায়িত্ব পালনের প্রক্রিয়ায় সবসময় জনগণের জন্য সর্বান্তঃকরণে সেবা করার মৌলিক নীতি কার্যকর করবো। আমরা জনগণের নানা অধিকার ও স্বার্থ নিশ্চিত করবো, জনগণের সেবক হবো এবং আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণ বয়ে আনবো। সঠিকভাবে ক্ষমতার ব্যবহার করবো, অকপটভাবে জনগণের তত্ত্বাবধান গ্রহণ করবো, নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো, সততা ও খোলা মন নিয়ে সরকারী দায়িত্ব পালন করবো এবং দেশ ও জনগণের জন্য পরিশ্রম করবো।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও বলেন, এবারের অধিবেশন অবশ্যই সারা দেশের বিভিন্ন জাতির জনগণকে উত্সাহ ও একত্রিত করবে। যাতে সকল জনগণ একই অঙ্গনে দাঁড়িয়ে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠনের নতুন বিজয় অর্জন এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্রতের নতুন পরিস্থিতি সৃষ্টির জন্য সংগ্রাম করতে পারেন।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণ কংগ্রেসের প্রায় ৩০০০ প্রতিনিধি সরকারী কার্য বিবরণীর প্রস্তাবিত খসড়া, পরিকল্পনা ও বাজেট রিপোর্টের প্রস্তবিত খসড়া এবং সর্বোচ্চ গণ আদালত ও সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার কার্য বিবরণীর প্রস্তাবিত খসড়ার ওপর ভোটদান করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|