চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১৮ মার্চ পেইচিংয়ে নতুন জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক নিয়মিত অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে বলেছেন, ব্যাপক জনগণের মৌলিক স্বার্থ সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও রক্ষা করা হবে।
তিনি বলেন, ১১তম জাতীয় গণ কংগ্রেস ও এর স্থায়ী কমিটি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, জনগণের দেশের মালিক হওয়া ও আইনানুসারে দেশ শাসনের সমন্বয় সাধন এবং গণ কংগ্রেস ব্যবস্থা ভালোভাবে সুসম্পন্ন করবে এবং আইনানুসারে দেশ শাসনের মৌলিক নীতি পুরোপুরি কার্যকর করবে।
উ পাং কুও আরো বলেন, বিজ্ঞানসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে আইন প্রণয়ন করা হবে। আইন প্রণয়নের গুণগত মানের ক্রমাগত উন্নতি হবে। দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আইনের নিয়মমাফিকতা, নির্দেশনা ও নিশ্চয়তার ভূমিকা পালন করা হবে। অব্যাহতভাবে তত্ত্বাবধান কাজ জোরদার ও উন্নত করা হবে। আইনানুসারে প্রশাসনিক কর্মকান্ড ও ন্যায়গত আইন কার্যকর এবং জনগণের স্বার্থ ও অধিকার রক্ষা করার উদ্যোগ ত্বরান্বিত করার উদ্দেশ্যে গণ কংগ্রেসের তত্ত্বাবধানের ভূমিকা আরো ভালোভাবে পালন করা হবে।
জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাঠামো নির্মাণ সম্পর্কে উ পাং কুও উল্লেখ করেন, কাঠামো নির্মাণকে কেন্দ্র করে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতাসীন সংস্থা ও জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত প্রতিনিধিত্বকারী সংস্থার ভূমিকা পালন করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|