উ পাং কুও
১৫ মার্চ অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক নিয়মিত অধিবেশনের পূর্ণাঙ্গ অধিবেশনে উ পাং কুও ১১তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিনহুয়া বার্তা সংস্থা উ পাং কুও'র সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করেছে।
উ পাং কুও হান জাতিভুক্ত। ১৯৪১ সালে জন্ম। ১৯৬৪ সালের এপ্রিলে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি প্রকৌশল বিষয়ে স্নাতক।
১৯৬৭ সালে উ পাং কুও ছিনহুয়া বিশ্ববিদ্যালয়ের রেডিও ও ইলেক্ট্রোনিক্স বিভাগ থেকে স্নাতকের পর সাংহাইয়ের একটি কারখানায় যোগ দেন। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর পর চীনের কমিউনিস্ট পার্টির সাংহাই পৌর সরকারের সম্পাদক, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের সম্পাদক, রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রীসহ নানা পদে নিযুক্ত ছিলেন। ২০০২ সাল থেকে উ পাং কুও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য হন। ২০০৩ সালে তিনি জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। কার্যমেয়াদ শেষ হওয়ার পর ১৫ মার্চ তিনি জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|