চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একাদশ অধিবেশন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে । এ উপলক্ষে ১৫ মার্চ চীনের পিপলস ডেইলী পত্রিকায় " আরও মহত ও নতুন অভিযানে পদার্পণ" শিরোনামে একটি সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশিত হয়েছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , এ বারের অধিবেশন সংহতি এবং গণতন্ত্র এই দুটি প্রধান বিষয় জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনসংস্থা ও তার গণতন্ত্রের প্রাণশক্তিকে উজ্জীবিত করেছে। সংস্কার ও উন্মুক্তকরণ এবং বিজ্ঞান উন্নয়ন তরান্বিত ও সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতি গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
সম্পাদকীয়টিতে বলা হয় , অধিবেশনে নতুন জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নেতৃবৃন্দগণ নির্বাচিত হয়েছেন এবং সাফল্যের সঙ্গে নতুন ও পুরনোর মধ্যেকার রদবদল সম্পন্ন হয়েছে ।
সম্পাদকীয় প্রবন্ধেবলা হয়েছে , অটলভাবে চীনের স্ববৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক রাজনীতির উন্নয়ন পথে অগ্রসর হতে চাইলে জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করতে হবে । সক্রিয়ভাবে রাজনৈতিক পরামর্শ চালিয়ে যেতে হবে , গণতান্ত্রিক তত্ত্বাবধান ব্যবস্থাকে উন্নত করতে হবে , সরকারী ও রাজনৈতিক বিষয়ে অংশ নেয়ার কার্যকারিতা জোরদার করতে হবে এবং রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে পার্টি ও দেশের কর্মকান্ডের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণনিশ্চয়তা বিধান করতে হবে ।-- চুং শাওলি
|