চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রায় ৩০০০ প্রতিনিধি ১৫ মার্চ পেইচিংয়ে গোপন ব্যালটের মাধ্যমে চীনের নতুন নেতৃবৃন্দ নির্বাচন করেছেন। হু চিন থাও চীনের প্র্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের পূর্ণাঙ্গ অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উ পাং কুও ১১তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সি চিন পিং চীনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এ অধিবেশনে চীনের রাষ্ট্রীয় পরিষদের কাঠামো সংস্কারের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় পরিষদের পূর্ব সংস্থাগুলোর মধ্যে ১৫টির সংস্কার করা হবে। চীন নতুন করে শিল্প ও তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়, মানবিক সম্পদ ও সামাজিক নিশ্চয়তাবিধান মন্ত্রণালয়, পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় এবং গৃহ, পৌর ও গ্রামীণ পুর্ত মন্ত্রণালয় গঠন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|