১৪ মার্চ নিখিল চীন ট্রেড ইউনিয়ন ফেডারেশন এ সি এফ টি ইউ'র ভাইস-চেয়ারম্যান চাং মিং ছি পেইচিং-এ বলেছেন, তারা সক্রিয়ভাবে 'শ্রম চুক্তি আইন' ত্বরান্বিত করবেন, যাতে আইনটির পরিচালনা দক্ষতা বাড়ানো যায়।
এ দিন ১১তম চীনের জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশন তথ্য কেন্দ্র এ সি এফ টি ইউ ও সংশ্লিষ্ট পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদেররা দেশী-বিদেশী সাংবাদদাতাদেরকে গ্রুপ সাক্ষাত্কার দিয়েছেন।
চাং মিং ছি বলেন, চীনের সকল শিল্প প্রতিষ্ঠানের 'শ্রম চুক্তি আইন' মেনে চলা উচিত। এই আইনটি আরো সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য এ সি এফ টি ইউ সংশ্লিষ্ট বিভাগ যত তাড়াতাড়ি সম্ভব যাতে 'শ্রম চুক্তি আইন'-অধ্যাদেশ ও নিয়মাবলীর তৈরী ও কার্যকর করে তা ত্বরান্বিত করবে।
তিনি জোর দিয়ে বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর আরো সক্রিয় দৃষ্টিভঙ্গী দিয়ে 'শ্রম চুক্তি আইন' মেনে চলা উচিত। কখনও অতিরিক্ত অর্থনৈতিক লাভের আশায় শ্রমিকদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।
(খোং চিয়া চিয়া)
|