চীনের ভূ-সম্পদ উপ-মন্ত্রী ইউন সিয়াও সু ১৪ মার্চ পেইচিংয়ে বলেন, চীন আবাদী জমির আয়তন ১২ কোটি হেক্টরের বেশি নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে।
দেশী-বিদেশী সংবাদদাতাদেরকে সাক্ষাত্কার দেয়ার সময় ইউন সিয়াও সু বলেন, ভূ-সম্পদ সুরক্ষা ও ব্যবহার হচ্ছে চীনের একটি মৌলিক নীতি। জমি বাঁচানো হচ্ছে চীনের একটি দীর্ঘস্থায়ী মৌলিক নীতি।
চীন বিশ্বের মোট ১০ শতাংশের কম আবাদী জমি দিয়ে বিশ্বের ২২ শতাংশ মানুষের খাদ্য সংস্থান করেছে। তার ওপর সীমিত আবাদী জমি অব্যাহতভাবে কমে যাচ্ছে। কমপক্ষে ১২ কোটি হেক্টর আবাদী জমি রক্ষা হচ্ছে চীনের খাদ্যশস্য নিরাপত্তা ক্ষেত্রে একটি অলঙ্ঘনীয় সীমা। (লিলি)
|