রাজনৈতিক পরামর্শ পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করা । সদস্য এইনুভায়ের বলেন," আমাদের সংস্কার ও উন্মুক্ত নীতির সুফল সমগ্র চীনা জনগণের ওপরে পড়েছে । এতে মানুষ লাভবান হচ্ছে কি না এটা সবচেয়ে বড়। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো।
এবারের অধিবেশনের পর চীনের বিভিন্ন স্থানের জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদের সদস্যরা পুনরায় নিজ নিজ কাজে ফিরে যাচ্ছেন। আগামি বছর নতুন প্রস্তাব উত্থানের জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা চালাবেন। পেইচিংয়ের অধিবাসী ছু ওয়েন বলেন: " আমি আশা করি নতুন নির্বাচিত সদস্যরা অধিবাসীদের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলবেন এবং তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে।" এর প্রেক্ষাপটে সদস্য ওয়াং মিং মিং বলেন: " আমি মনে করি, রাজনৈতিক পরামর্শ পরিষদের সদস্যদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে ,তা আসলে একটি সামাজিক দায়িত্ব । শুধুই একটি মর্যাদা ও খেতাব নয়। সে জন্যই আমাদের তদন্ত ও গবেষণা গভীরতর করা উচিত।"--ওয়াং হাইমান 1 2
|