৬ বছরের প্রচেষ্টার মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এটি অলিম্পিক গেমস আয়োজনের দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।
১২ মার্চ চীনের একাদশ জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের সংবাদ সম্মেলনে পেইচিং শহরের ডেপুটি ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান লিউ চিংমিন পেইচিংয়ে এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, পেইচিং অলিম্পিক গেমসের ৩৭টি স্টেডিয়ামের মধ্যে ৩৬টি নির্মাণ সম্পন্ন হয়েছে। অলিম্পিক গ্রাম ও গণ মাধ্যম গ্রামের কাজ এ বছরের প্রথমার্ধে শেষ হবে।
লিউ চিংমিন বলেন, বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের পরিবেশ সুরক্ষা ও পরিবহনের প্রস্তুতি কাজ চলছে। এর জন্য পেইচিং অলিম্পিক গেমসের সময় বায়ুর মান সুরক্ষা সমন্বয় দল প্রতিষ্ঠা করা হয়েছে। দলটি অলিম্পিক গেমসের সময় বায়ুর মান নিশ্চিত রাখার পরিকল্পনা প্রণয়ন করেছে। যানজচ মোকাবেলার কাজও চলছে।
ছাই ইউয়ে
|