চীনের বাণিজ্য মন্ত্রী ছেন দে মিং ১২ মার্চ পেইচিংয়ে বলেছেন, চলতি বছরে চীনে বিদেশী অর্থ বিনিয়োগের প্রবণতা ভাল।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে সাক্ষাত্কার দেয়া সময় ছেন দে মিং বলেন, জানুয়ারি মাসে চীনে বিদেশী অর্থ বিনিয়োগের পরিমান গত বছরের একই সময়ের তুলনায় ১০৯ শতাংশ বেশি। এর মধ্যে ৩ কোটি মার্কিন ডলারের চেয়ে বেশি অর্থ বিনিয়োগের প্রকল্প গত বছরের একই সময়ের তুলনায় ২.৫ গুণ বেড়েছে। এতে বোঝা যায়, বিদেশী কোম্পানি চীনের অর্থনীতি'র সুষ্ঠু উন্নয়নের ব্যাপারে আস্থাশীল এবং চীনের পুঁজি বিনিয়োগের পরিবেশ আরো ভাল হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|