পেইচিংয়ে ডেপুটি মেয়র, পেইচিং অলিম্পিক গেমস সংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান লিউ চিং মিন ১২ মার্চ পেইচিংয়ে বলেছেন, অলিম্পিক গেমস চলাকালে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রেস ব্রিফিংয়ে লিউ চিং মিন বলেন, অলিম্পিকের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত, দেশের সাধারণ নিরাপত্তা বিভাগ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত, নিরাপত্তা পরিকল্পনায় অলিম্পিক চলাকালে সম্ভাব্য বিভিন্ন সমস্যার মোকাবেলার পদ্ধতি অন্তর্ভূক্ত করা হয়েছে। তৃতীয়ত আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও মত বিনিময় বজায় থাকবে। সম্প্রতি আন্তর্জাতিক পুলিশ সংস্থা পেইচিংয় পরিদর্শনের সময় পেইচিংয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে। চতুর্থত, নিরাপত্তা কর্মকর্তাসহ অলিম্পিক গেমসে নিযুক্ত হওয়া সকল কর্মকর্তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|